খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ শুরু। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে খুলনার শিববাড়ি মোড়স্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবন চত্বরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘরে বসে নারীরা তাদের পণ্য উৎপাদন করে থাকেন। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা যায়। কালের বিবর্তনে যে-সব ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেছে, সে-সব মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এর মাধ্যমে তারা দেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। মেলার মাধ্যমে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুটির শিল্পের প্রচার প্রচারণার মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি এবং বৃহৎ শিল্পের দিকে যাবো আমরা। এই মেলার মাধ্যমে পণ্যের সঙ্গে গ্রাহকের সম্মিলন ঘটাতে সহযোগিতা করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরীণ, কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার এসএম বায়োজিদ ইবনে আকবর ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানর বিশ্বাস বুলু। স্বাগত বক্তব্য রাখেন বিসিকের জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এম. এনাম আহমেদ।
১০ দিনব্যাপী আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে ৩৫টি স্টল। মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।
ঢাকা বিজনেস/তুরান/এনই/