০১ জুলাই ২০২৪, সোমবার



হিলিতে ফের ঝাঁজ বাড়লো পেঁয়াজের

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৭ জুন, ২০২৪, ০১:০৬ পিএম
হিলিতে ফের ঝাঁজ বাড়লো পেঁয়াজের


দিনাজপুরের হিলিতে ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ ও দেশি পেয়াঁজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। এক সপ্তাহ আগে বৃস্পতিবার (২০ জুন) প্রতিকেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজি আর ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহ পর (২৭ জুন) বিক্রি হচ্ছে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে ৯০ টাকা কেজি দরে। আর ভারতীয় পেঁয়াজের বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ১০ টাকা বেড়ে ৮০ টাকা কেজি দরে। 

ক্রেতারা বলছেন, গত সপ্তাহ আগে দেশি পেঁয়াজ কিনেছেন ৮০ টাকা কেজি দরে। আর ভারতীয় পেঁয়াজ ছিল ৭০ টাকা কেজি দরে। আজ এক সপ্তাহ পর দেশি পেঁয়াজ কিনেছেন ৯০ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। কেজিতে ১০ টাকা করে বেড়েছে। আর বিক্রেতারা বলছেন, সম্প্রতি বন্যার কারণে পেঁয়াজ চাষের এলাকা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বেড়েছে দেশি পেঁয়াজের দাম। আর ভারতীয় পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় কেজিতে ১০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। তাই বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। 

বৃহস্পতিবার (২৭ জুন) হিলিবাজারে কথা হয় মো. জুলফিকার আলীর সঙ্গে। তিনি বলেন, ‘এক সপ্তাহে দেশি পেঁয়াজ ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে।’ তিনি আরও বলেন, ‘বিক্রেতারা ক্রেতাদের বলছেন, বন্যার কারণে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। আর ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হওয়ায় বেড়েছে পেঁয়াজের দাম। তাই ৭০ টাকা কেজি দরের ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি আর ৮০ টাকা কেজি দরের দেশি পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।’

পেঁয়াজ বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘পেঁয়াজ উৎপাদিত কিছু এলাকায় বন্যার কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমেছে। আবার ভারত থেকেও পেঁয়াজ আমদানি আগের চেয়ে কমে যাওয়ায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে।’

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি কিনে ৮০ টাকা কেজি বিক্রি করেছি। এখন ৮০ টাকা কেজি দরে কিনে ৯০ টাকা কেজি বিক্রি করছি। আর ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে কিনে ৭০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন মানভেদে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে কিনে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হয়ে আসবে।’



আরো পড়ুন