১৮ মে ২০২৪, শনিবার



মেট্টোরেলে কোন স্টেশনের কত ভাড়া

ঢাকা বিজনেস ডেস্ক || ০৪ নভেম্বর, ২০২৩, ১২:১১ পিএম
মেট্টোরেলে কোন স্টেশনের কত ভাড়া


এখন থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল। দ্রুত গতিতে উত্তরা থেকে মতিঝিলসহ এই রুটের বিভিন্ন স্টেশনে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। দ্রুত গিতে আরামদায়ক ভ্রমণে ভাড়াও বেশ ভালোই দিতে হবে যাত্রীদের। চলুন জেনে আসি কোন স্টেশনের ভাড়া কত।

ডুয়েল কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেল ট্রাকের এই মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা আগেই প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। 

ডিটিসিএর তালিকা অনুযায়ী, 

  • উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ১০০ টাকা;  
  • উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৯০ টাকা; 
  • পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৮০ টাকা; 
  • মিরপুর-১১ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৭০ টাকা; 
  • মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৬০ টাকা; 
  • শেওড়াপাড়া ও আগারগাঁ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৫০ টাকা;  
  • ফার্মগেট স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা; 
  • সচিবাত্ম স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ২০ টাকা; 

একই ভাড়া উভয় ক্ষেত্রে চলাচলের জন্য প্রযোজ্য।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন