০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার



ক্যাম্পাস
প্রিন্ট

গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ১৩৮ বছরে পদার্পণ

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ জুলাই, ২০২৩, ১০:৩৭ এএম
গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ১৩৮ বছরে পদার্পণ


১৩৭ বছর পেরিয়ে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ১৩৮ বছরে পদার্পণ করেছে। শনিবার (১ জুলাই) ১৩৭ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

সকালে স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানে ১৮৮৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত এসএসসি ব্যাচ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুনর্মিলনতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ১২০০ প্রাক্তন শিক্ষার্থী।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা বানু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হামিদ, জাহিদুল হক, রায়হানুল হক, আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল কবির, রেজাউল করিম, মনিন্দ্রনাথ, জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মধ্যে বুলু, হিল্লোল কবির, শফিউল ইসলাম, এনায়েত হোসেন, আতিক বাবু, নাহিদ, রব্বানী, রাগীব, হাসিব, হযরত আলী, আবুল হায়াত পুলক, ডা. মঞ্জুরুল হাসান সৌরভ প্রমুখ। 

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি ও কেক কাটার মাধ্যমে আয়োজন সমাপ্তি হয়।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন