০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার



ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭০ নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ২৯ অক্টোবর, ২০২৩, ০৭:৪০ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৭০ নেতাকর্মী আটক


ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭০জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

সুপার মো. শাখাওয়াত হোসেন বলেন,‘নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটকৃতদের যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া আইনশৃংখলা রক্ষায় পুলিশ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন