১৮ মে ২০২৪, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৬৩ শতাংশ

স্টাফ রিপোর্টার || ০৩ অক্টোবর, ২০২৩, ১১:১০ পিএম
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৬৩ শতাংশ


চলতি বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে শতকরা হিসাবে শূন্য দশমিক ২৯ পয়েন্ট কমে মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৩ শতাংশ হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

এদিকে, সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। আগস্টের ১২ দশমিক ৫৪ শতাংশ থেকে সেপ্টেম্বরে শূন্য দশমিক ১৭ পয়েন্ট কমে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ।

একইসঙ্গে সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও আগস্টের তুলনায় কমেছে। সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমকি ৮২ শতাংশ। যা আগস্ট মাসে ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ। তবে সব সূচকে কমলেও সেপ্টেম্বরে খাদ্যবর্হিভুত মূল্যস্ফীতি বেড়েছে গ্রামে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৭ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে, আগেস্টের তুলনায় সেপ্টেম্বরে শহর এবং গ্রামেও মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ. আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। এই সময়ে গ্রামে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন