২৬ জুন ২০২৪, বুধবার



বিশেষ প্রতিবেদন
প্রিন্ট

এক সপ্তাহে যেমন ছিল পুঁজিবাজার

মোহাম্মদ তারেকুজ্জামান || ২০ জুলাই, ২০২৩, ০৮:০৭ পিএম
এক সপ্তাহে যেমন ছিল পুঁজিবাজার


এক সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীরা ২ হাজার কোটি টাকার বেশি ফেরত পেয়েছেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। পাশাপাশি প্রায় সব সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রবাহিত হচ্ছে। মূলত বর্তমানে দেশের সামগ্রিক অর্থনীতি কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকার কারণে শেয়ারবাজার কিছুটা ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাজার-সংশ্লিষ্টরা।  

ডিএসই সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী (১৬ জুলাই-২০ জুলাই) সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৫১৬ টাকা। এর আগের সপ্তাহে (৯ জুলাই-১৩ জুলাই) যা ছিলো ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ৪৭৮ কোটি ১৯ লাখ ৪ হাজার ৪৮৯ টাকা। ১১ দশমিক ২৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ৮ লাখ ২৬ হাজার ৩০৩ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন ৮৫১ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার ৪০৫ টাকা। 

সপ্তাহের ব্যবধানে প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে ৯৫ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৮৯৮ টাকা। ১১ দশমিক ২৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছিলো; এরমধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২৩টির, অপরিবর্তিত রয়েছে ১৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। আর ৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেনি।

এদিকে ডিএসই সূত্রটি আরো বলছে, বিদায়ী সপ্তাহে একটি বাদে সব সূচকের লেনদেন ছিলো ঊর্ধ্বমুখী। ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে ছিলো ৬ হাজার ৩৪১ দশমিক ১০ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৫ দশমিক ৬১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক ২৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে। ০ দশমিক ৩৯ শতাংশ। ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে ছিলো ১ হাজার ৩৭৯ দশমিক ৪২  পয়েন্ট। বিদায়ী সপ্তাহে এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৩ দশমিক ১৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৩ দশমিক ৭৬ পয়েন্ট। ০ দশমিক ২৭ শতাংশ। তবে ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) কমেছে।

গত সপ্তাহে সূচক ছিলো ২ হাজার ১৯৭ দশমিক ০৩ পয়েন্ট। বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬ দশমিক ৭৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ০ দশমিক ২৪ পয়েন্ট। ০ দশমিক ০১ শতাংশ। ডিএসইতে বাজার মূলধন বেড়েছে। গত সপ্তাহে বাজার মূলধন ছিলো ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ ৬ হাজার ৭০৮ টাকা। আর সদ্য বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৯৭ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৮৯৬ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬০২ কোটি ৪০ লাখ ২৯ হাজার ১৮৮ টাকা। ০ দশমিক ৩৪ শতাংশ।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান ঢাকা বিজনেসকে বলেন, ‘শেয়াবাজারে সুদিন ফিরতে শুরু করেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা মনে করছি। মূলত দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল রয়েছে। ডলারের দাম যদিও আগের তুলনায় বেশি। তারপরও সেটি স্ট্যাবল পর্যায়ে রয়েছে। এছাড়া অর্থনীতির অন্যান্য ইন্ডিকেটরগুলো স্থিতিশীল রয়েছে। মার্কেট কিছুটা ভালো অবস্থানে রয়েছে এসব কারণে।’

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছিল ৮৬ কোটি ১৪ লাখ ২৮ হাজার ১৪১ দশমিক ৬০ টাকা। সদ্য বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ১৩ লাখ ২১ হাজার ৮৪৭ দশমিক ৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে এক্ষেত্রে মোট লেনদেন কমেছে ৬ কোটি ১ লাখ ৬ হাজার ২৯৪ টাকা। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছিল। এরমধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তবে, বিদায়ী সপ্তাহে টোটাল টার্নওভার বা মোট লেনদেন কমলেও সব সূচক বেড়েছে।

সিএএসপিআই সূচক গত সপ্তাহে ছিলো ১৮ হাজার ৭৩১ দশমিক ৮ হাজার ৮১১ পয়েন্ট। বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮ দশমিক ৯৫৩৪ পয়েন্ট। ০ দশমিক ২৫১৩ শতাংশ বেড়েছে সূচক। সিএসই৩০ সূচক গত সপ্তাহে ছিলো ১৩ হাজার ৩৫৬ দশমিক ০৯১৬ পয়েন্ট। আর বিদায়ী সপ্তাহে ছিলো ১৩ হাজার ৩৭২ দশমিক ৯৬৯২ পয়েন্ট। এক্ষেত্রে সূচক বেড়েছে ০ দশমিক ১২৬৪ শতাংশ। সিএসসিএক্স সূচক গত সপ্তাহে ছিলো ১১ হাজার ১৮৮ দশমিক ২৮৩৪ পয়েন্ট। বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১১ হাজার ২২৭ দশমিক ৯৩৯৪ পয়েন্ট। এক্ষেত্রে সূচক বেড়েছে ০ দশমিক ৩৫৪৪ শতাংশ।

সিএসই৫০ সূচক গত সপ্তাহে ছিলো ১ হাজার ৩১৬ দশমিক ০৬ পয়েন্ট। সদ্য বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৬ দশমিক ৮৬ পয়েন্ট। এক্ষেত্রে সূচক বেড়েছে ০ দশমিক ০৬ শতাংশ। সিএসআই গত সপ্তাহে ছিলো ১ হাজার ১৭৯ দশমিক ৬৩ পয়েন্ট। বিদায়ী সপ্তাহে এসে দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ দশমিক ৬২ পয়েন্ট। এক্ষেত্রে সূচক বেড়েছে ০ দশমিক ০৮ শতাংশ। এবং সিএসইএসএমইএক্স গত সপ্তাহে ছিলো ২ হাজার ৩২১ দশমিক ৪১ পয়েন্ট। বিদায়ী সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৬ দশমিক ৩৩ পয়েন্ট। এক্ষেত্রে সূচক বেড়েছে ১ দশমিক ৫০ শতাংশ।

ডিএসই এর পরিচালক শাকিল রিজভী ঢাকা বিজনেসকে বলেন, দেশের অর্থনীতির সূচকগুলো মোটামুটি ভালো অবস্থানে আছে। বিশেষ করে ডলারের রেট স্থিতিশীল রয়েছে। পাশাপাশি ফরেন ট্রানজেকশন বেড়েছে। বর্তমানে বাজারেও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর মূখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ঢাকা বিজনেসকে বলেন, ‘দীর্ঘদিন সাইডলাইনে বসে থাকা বিনিয়োগকারীরা মার্কেটে ফিরতে শুরু করেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বসে নেই। তারাও বিনিয়োগের পরিমান বাড়াচ্ছে। যার কারণে মার্কেট এখন কিছুটা ভালো অবস্থানে রয়েছে। মার্কেটের উন্নয়নে কমিশন পলিসি তৈরি করে। মার্কেটের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী সম্পর্কে খুব বেশি কিছু মন্তব্য করা উচিত হবে না।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন