১৯ মে ২০২৪, রবিবার



জয় দিয়ে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ পিএম
জয় দিয়ে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের


সুপার ফোরে উঠে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে, তৃতীয় ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েও শেষ রক্ষা হলো না টাইগারদের। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৫ রান নেয় বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৫৯ রানেই অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল। এতে ৬ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে এশিয়া কাপ মিশন শেষ কর্রেলা টাইগাররা।

এদিকে, শেষ ওভারে জিততে ১২ দরকার ভারতের। পেসার তানজিম তামিমের হাতে বল। তিনি প্রথম ৩ বলে রান অনেকটাই আটকে রাখেন। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকান মোহাম্মদ শামি। কিন্তু পঞ্চম বলে তানজিদ তামিমের দুর্দান্ত থ্রোতে উইকেট ভেঙে দেন লিটন দাস।

ভারতের বিপক্ষে ৬ রানের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের দল। ভারতকে হারালেও এশিয়া কাপ মিশন শেষ হলো বাংলাদেশের।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন