০২ জুন ২০২৪, রবিবার



প্রথমবারের মতো মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে নারী!

আন্তর্জাতিক ডেস্ক || ২২ জুলাই, ২০২৩, ০৩:০৭ পিএম
প্রথমবারের মতো মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে নারী!


প্রথমবারের মতো মার্কিন নৌবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য এডমিরাল লিসা ফ্র্যাঞ্চেটি নামে একজন নারীকে মনোনয়ন দিচ্ছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

লিসার মনোনয়ন নিশ্চিত হলে তিনি হবেন এ পদে প্রথম নারী। তিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করবেন।

বাইডেন এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্বরত ফ্র্যাঞ্চেটির কমিশন্ড অফিসার হিসেবে দেশের জন্য তার সেবার মেয়াদ ৩৮ বছরে পড়বে।

বাইডেন আরও বলেছেন, ‘ফ্র্যাঞ্চেটি দ্বিতীয় নারী, যিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চার তারকার জেনারেল হিসেবে কাজ করছেন। তার মনোনয়ন নিশ্চিত হলে তিনি ইতিহাস সৃষ্টি করবেন। তখন তিনি প্রথম নারী হিসেবে নৌবাহিনীর প্রধান এবং জয়েন্ট চিফস অব স্টাফ হবেন।’

তবে তার পূর্বসুরীর চলে যাওয়ার এ সময়ে সিনেট তাকে অনুমোদন দেবে কিনা তা নিশ্চিত নয়। কারণ, গর্ভপাত করতে চাওয়া সৈন্যদের সহযোগিতা করার পেন্টাগণের সিদ্ধান্তের প্রতিবাদে রিপাবলিকান একজন আইনজীবী সামরিক বিভাগের দুশোরও বেশি মনোনয়ন আটকে দিয়েছেন।

এদিকে, এডমিরাল মাইক গিলডে নৌবাহিনীর প্রধান হিসেবে তার ৪ বছরের মেয়াদ আগামী মাসে শেষ করবেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন