০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



সাংবাদিক রূপে পর্দায় স্বস্তিকা

বিনোদন ডেস্ক || ২০ জুন, ২০২৩, ১০:৩৬ এএম
সাংবাদিক রূপে পর্দায় স্বস্তিকা


ওপার বাংলার জনপ্রিয় আলোচিত ও সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। প্রায়শই থাকেন সংবাদ শিরোনামে। অভিনয়েও দূর্দান্ত। এবার নতুন ছবিতে চমক নিয়ে আসছেন এই অভিনেত্রী। অপরাধীদের মুখোশ খুলতে এবার ভিন্ন রুপে ধরা দিবেন তিনি। তার সাথে সঙ্গী হচ্ছেন বিক্রম। আসন্ন ছবির নাম ‘দুর্গাপুর জংশন’। একদিকে সিরিয়াল কিলিং, আরেকদিকে মেডিক্যাল স্ক্যাম, এই দুইয়ের নির্মিতে  দুর্গাপুর। এখান থেকে কী করে এই শহরকে উদ্ধার করে বিক্রম ও স্বস্তিকা সেটাই তুলে ধরবে এই ছবি।

পরিচালকের আসনে থাকবেন অরিন্দম ভট্টাচার্য। এখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন বিক্রম চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় থাকবেন সাংবাদিক হিসেবে। এই ছবির মূল গল্প নেওয়া হয়েছে আমেরিকার এক সত্য ঘটনা থেকে। যদিও ছবিতে আমেরিকার বদলে সেই একই কাণ্ড ঘটবে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। গোটা ছবির শুটিং সেখানেই হবে বলে জানিয়েছেন পরিচালক।

ভারতীয় এক গনমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিক্রম নিজের চরিত্রের বিষয়ে বলেন, 'এর আগে দর্শকরা আমায় মূলত ভদ্র, প্রাণখোলা চরিত্রে দেখেছেন। এখানে একদম অন্য রূপে দেখবেন আমায়।'

এ বিষয়ে স্বস্তিকা বলেন, 'আমি এবার একটি ভিন্ন চরিত্রে ধরা দিচ্ছি। আমার এমন চরিত্র অনেক পছন্দের। ছবিতে আমাকে একজন চ্যালেঞ্জিং সাংবাদিকের চরিত্রে দর্শক দেখতে পারবেন। আমি বেশ আনন্দিত।'

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন