২৬ জুন ২০২৪, বুধবার



জয়পুরহাটে জাল টাকাসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি || ১৮ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
জয়পুরহাটে জাল টাকাসহ আটক ২


জয়পুরহাটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এই তথ্য জানান।

আটক ২ ব্যক্তি হলেন- জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন হোসেন ও একই গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, 'আটক ব্যক্তিরা জাল নোট চক্রের সদস্য। ঈদুল ফিতর উপলক্ষে বিপুল পরিমাণে জাল টাকা তৈরি করে মার্কেটেগুলোতে ছড়িয়ে দিচ্ছে তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ৪টি ১ হাজার টাকার বান্ডিলে প্রায় ৩ লাখ ৪৬ হাজার টাকার  জাল নোট জব্দ করা হয়।' 

ঢাকা বিজনেস/কে/এন/ 



আরো পড়ুন