২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



‘মোখা’র প্রভাবে ৩ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার || ১৩ মে, ২০২৩, ০৮:৩৫ এএম
‘মোখা’র প্রভাবে ৩ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ


‘মোখা’র প্রভাবে নিরাপত্তার স্বার্থে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীন কুমিল্লা, চাঁদপুর ও ফেনী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘শনিবার সকাল ১০টা থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কুমিল্লা, ফেনী ও চাঁদপুর জেলায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। এ ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং , চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন