১৯ মে ২০২৪, রবিবার



এশিয়া কাপের সূচিতে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক || ১৯ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম
এশিয়া কাপের সূচিতে পরিবর্তন


এবারের এশিয়া কাপের খেলা হচ্ছে ‘হাইব্রিড মডেলে’। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হচ্ছে পুরো টুর্নামেন্ট। এদিকে, এশিয়া কাপের একটি খসড়া সূচি প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। 

সূচিতে দেখানো হয়েছে, পূর্ব নির্ধারিত (৩১ আগস্ট) সময়ের একদিন আগেই অর্থাৎ ৩০ আগস্ট টুর্নামেন্টটি শুরুর কথা বলা হয়েছে। তবে ক্রিকইনফো প্রকাশিত সূচিতে ফাইনালের দিনক্ষণে কোনো পরিবর্তন আসেনি। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় হবে ফাইনাল।

সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। পরদিন ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে; স্বাগতিক পাকিস্তান খেলবে নবাগত নেপালের বিপক্ষে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন