২৬ জুন ২০২৪, বুধবার



বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টির টিকিট বিক্রি চলছে

ক্রীড়া ডেস্ক || ১২ জুলাই, ২০২৩, ১১:০৭ এএম
বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টির টিকিট বিক্রি চলছে


বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে।  

বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে লাক্কাতুরাস্থ সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। 

এর আগে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

প্রতিটি ম্যাচের দিন এবং ম্যাচের দুদিন আগে নির্ধারিত কাউন্টারগুলোতে টিকিট পাওয়া যাবে।  

টিকিট মূল্য

গ্রান্ড স্ট্যান্ড-১৫০০ টাকা

ক্লাব হাউস-৫০০ টাকা

ইস্টার্ন গ্যালারি-৩০০ টাকা

ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিনহিল এলাকা-২০০ টাকা

আগামী ১৪ জুলাই বাংলাদেশ-অফগানিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অনুষ্ঠিত হবে। এরপর ১৬ জুলাই হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচ হবে দিবা-রাত্রির।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন