২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



পূজা নিয়ে কোনো ধরনের আগাম হুমকি নেই: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার || ১৯ অক্টোবর, ২০২৩, ০৮:৪০ এএম
পূজা নিয়ে কোনো ধরনের আগাম হুমকি নেই: ডিএমপি কমিশনার


শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‌‘পূজা নিয়ে কোনো ধরনের আগাম হুমকি নেই। তবুও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একাধিক উপায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসব কথা বলেন তিনি।

হাবিবুর রহমান বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজা কেন্দ্রে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। কেবল সাতটি পূজা কেন্দ্র ছাড়া বাকি সব পূজা কেন্দ্রেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘মহালয়া থেকে আজ পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল, আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীতে বিসর্জন পর্যন্ত পুরো সময় ডিএমপি আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।’

অন্য এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান  বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। তবে কিছু মহল ক্ষীণ স্বার্থ হাসিলের জন্য এই সম্প্রীতি ক্ষুণ্ণ করার চেষ্টা করে থাকে। সেটা দমন করা হবে।’ 

ডিএমপি কমিশনার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব বা উসকানি মোকাবিলায় সার্বক্ষণিক সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। আয়োজকদের প্রতিও অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের যে-কোনো সংবাদ পেলে যেন আমাদের অবহিত করে। সাইবার মনিটরিংয়ে ২৪ ঘণ্টা আমাদের টিম কাজ করছে।’

ঢাকা বিজনেস/এইচ/এনই



আরো পড়ুন