১৮ মে ২০২৪, শনিবার



থামলো বৃষ্টি, শুরু বাংলাদেশের খেলা

ক্রীড়া ডেস্ক || ০৫ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম
থামলো বৃষ্টি,  শুরু বাংলাদেশের খেলা


চট্টগ্রামে থেমেছে বৃষ্টি। উইকেটের ওপর থেকে সরানো হয়েছে কাভারও। মাঠ খেলার উপযোগী হওয়ায় ৪.১০ মিনিটে বৃষ্টি বাধার পর শুরু হয় খেলা। বৃষ্টির জন্য সময়ের অপচয় হলেও তাতে কোনো ওভার কাটা হয়নি। এর আগে, ১৫.১ ওভারে বৃষ্টি এলে বন্ধ হয় খেলা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৪ রান। 

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আফগান পেসারদের তোপ সামলাতে হিমশিম খেতে থাকেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। 

১৩ রান নিয়েই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তারপর একে একে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তও আউট হন। এতে চাপ বাড়ে বাংলাদেশ শিবিরে। 

সপ্তম ওভারে দলীয় ৩০ রানে ফজলহক ফারুকীর শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম। ২১ বলে ১৩ রান করতে পেরেছেন দেশসেরা এই ওপেনার। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন ফর্মে থাকা শান্ত। দ্বিতীয় উইকেটে লিটন-শান্ত জুটি তুলে ৩৫ রান। ৩৫ বলে ২৬ রান করা লিটনের বিদায়ের মধ্য দিয়ে ভাঙ্গে এই জুটি। দলীয় ৭২ রানে মোহাম্মদ নবীর বলে বিদায় নেন শান্তও। তিনি ১৬ বলে ১২ রান করেন। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন