২৬ জুন ২০২৪, বুধবার



টাঙ্গাইলে আরও ৪৭ ডেঙ্গু রোগী শনাক্ত

টাঙ্গাইল সংবাদদাতা || ৩১ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
টাঙ্গাইলে আরও ৪৭ ডেঙ্গু রোগী শনাক্ত


টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৭ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এই নিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট)  সকাল পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭১৯ জনে। রোগীরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।  জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, জেলায় ১ হাজার ৭১৯ ডেঙ্গু রোগীর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৪ জন। হাসপাতালগুলোতে ৫ জন মৃত্যুবরণ করেছেন।  চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন। উপজেলা পর্যায়ে সবার্ধিক ডেঙ্গু শনাক্ত হয়েছে নাগরপুর উপজেলায়। নতুন শনাক্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৩ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ১০ জন, টাঙ্গাইল সদরে ১ জন, নাগরপুরে ৯ জন, সখীপুরে ২ জন, ঘাটাইলে ২ জন, মধুপুরে ২ জন, গোপালপুর ১ জন ও ধনবাড়ীত উপজেলায় ৩ জন।  

ঢাকা বিজনেস/নোমান/এনই 



আরো পড়ুন