১৮ মে ২০২৪, শনিবার



প্রথমার্ধে দুর্দান্ত মেসিবিহীন আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || ১৯ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম
প্রথমার্ধে দুর্দান্ত মেসিবিহীন আর্জেন্টিনা


কাতারে বিশ্বকাপ জয়ের পর দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে এসেছে আর্জেন্টিনা। চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচের মাত্র ৭৯ সেকেন্ড গোল করেন লিওনেল মেসি। আর্জেন্টিনাও ২-০ গোলে হারায় সকারুদের। 

মেসিবিহীন আর্জেন্টিনা ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গেছে লা আলবিসেলেস্তেরা। ৩৮ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন লিয়ান্দ্রো পারেদেস। এজেকুয়েল পারাসিওসের কাছ থেকে বল পেয়ে দ্বিতীয় টাচেই প্রায় মাঝমাঠ থেকে দূরপাল্লার শট নেনে জুভেন্টাস মিডফিল্ডার। পারেদেসের বুলেট গতির শট বাজপাখির মতো ডানদিকে ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি ইন্দোনেশিয়ার গোলরক্ষক। গোল হজমের পর অবশ্য ম্যাচে ফিরতে আক্রমণ চালায় স্বাগতিকেরা। বিরতিতে যাওয়ার অল্প আগে দারুণভাবে আর্জেন্টিনার গোলপোস্ট রক্ষ করেন এমিলিয়ানো মার্তিনেজ। 

এই ম্যাচ দিয়ে প্রথমবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হলে তিনবারের বিশ্বকাপ জয়ীরা। গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর এটি লিওনেল স্কালোনির শিষ্যদের চতুর্থ প্রীতি ম্যাচ। আগের তিনটিতেই খেলেছেন মেসি। দাপুটে জয়ও পেয়েছে লাতিন পরাশক্তিরা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন