২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



পাবনায় গৃহবধূকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ

পাবনা সংবাদদাতা || ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:১২ পিএম
পাবনায় গৃহবধূকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ


পাবনার সাঁথিয়ায় এক নারীকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার করমজা ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত উপজেলার সমাসনারী পশ্চিমপাড়া গ্রামের আবু বক্কারের ছেলে ইউসুফ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী নারী (বয়স ৪২) উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রাম দত্তপাড়া গ্রামের বাসিন্দা।  

 থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, করমজা ইউনিয়নের বড়গ্রাম দত্তপাড়া গ্রামের তালাকপ্রাপ্ত নারী পার্শ্ববর্তী সমাসনারী গ্রামের ইউসুফ আলীর কাছে ৪০ শতক জমি বছরভিত্তিক খাজনায় লিজ রাখেন। ঘটনার দিন বুধবার রাত ৯টার দিকে নারীর বাড়িতে গিয়ে কু-প্রস্তাব দেন ইউসুফ আলী। এতে তিনি রাজি না হলে বিয়ে করার কথা বলে জোরপূর্বক অনৈতিক কাজ করার চেষ্টা করেন ইউসুফ। এসময় নারী বাধা দিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সঙ্গে নিয়ে আসা জগের এসিড তার মুখে ছুঁড়ে মারেন ইউসুফ। এতে ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়।

আরও জানা যায়, নারী নিজেকে রক্ষা করতে উঠানে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে ইউসুফ আহত হন। স্বজনরা ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে হাপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে একটি মামলা করেছেন।’ 

আরিফ/এম 



আরো পড়ুন