১৮ মে ২০২৪, শনিবার



আফগান ব্যাটিং নৈপুণ্যে অসহায় পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || ২৩ অক্টোবর, ২০২৩, ০৯:১০ পিএম
আফগান ব্যাটিং নৈপুণ্যে অসহায় পাকিস্তান


বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি পাকিস্তান। ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইব্রাহিম জাদরানের ব্যাটে জয়ের পথে আফগানিস্তা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩১ ওভারে ১ উইকেটে ১৮৩ রান। ক্রিজে আবদুল্লাহ  শফিক ২৭ ও ইব্রাহিম জাদরান ৮৫ রানে ব্যাট করছেন।

সোমবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যেখানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করেছে দলটি। এতে আফগানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৩ রান।

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ম্যাচের শুরু থেকেই রান তুলতে থাকেন এ দুই ওপেনার।

ম্যাচের ১৫তম ওভারে উসামা মীরের বলটি লং অফে ঠেলে অর্ধ শতক পূর্ণ করে ইব্রাহিম জাদরান। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করে তিনি খেলেন ৫৪ বল। ইব্রাহিমের পর ফিফটি হাঁকিয়েছেন আরেক আফগান ওপেনার গুরবাজও। ৩৮ বলে অর্ধ শতক তুলে নেন তিনি। অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি তিনি। আফ্রিদির বলে উসামার তালুবন্দী হওয়ার আগে ৬০ করেন এ ব্যাটার। এরপর বাইশ গজে আসেন রহমত শাহ। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ইব্রাহিম জাদরান।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন