২৬ জুন ২০২৪, বুধবার



হরতালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক ফাঁকা

টাঙ্গাইল প্রতিনিধি || ২৯ অক্টোবর, ২০২৩, ১২:১০ পিএম
হরতালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক ফাঁকা


বিএনপি-জামায়াতের ঢাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে দূরপাল্লার বাসসহ সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে, দুই-একটি পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। এদিকে টাঙ্গাইল নতুন বাস-টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়তে হয়ে যাত্রীদের। 

এদিকে শহরের বিভিন্ন সড়কে রিকশা-অটো রিকশাসহ হালকা যানবাহন চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলতে দেখা গেছে। হরতালের সমর্থনে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল করলেও কোনো ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল করছে না। দীর্ঘক্ষণ ধরে কাঙ্ক্ষিত পরিবহনের জন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিছু কিছুক্ষেত্রে সিএনজিচালিত অটোগুলো চলছে। 

এই ব্যাপারে জেলার বাস-কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, ‘ঢাকা থেকে দূরপাল্লার বাস টাঙ্গাইলে আসছে না। এছাড়া, পর্যাপ্ত যাত্রী নেই। যার ফলে দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে। তবে কিছু লোকাল বাসগুলো চলাচল করছে।’

এ প্রসঙ্গে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ঢাকা বিজনেস/নোমান/এনই 




আরো পড়ুন