জনসাধারণের দুর্ভোগ এড়াতে টাঙ্গাইল পৌর এলাকায় রাত্রিকালীন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে শহরের নিরালা মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তানভীর ফেরদৌস নোমান, কাউন্সিলর উল্কা বেগমসহ অন্য ব্যক্তিবর্গ।
মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, ‘আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পৌরবাসীর জন্য প্রতিটি সকাল হবে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী। ময়লা-আবর্জনা, ধুলাবালুমুক্ত শহর গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। দিনের বেলায় পরিষ্কার করা হলে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হয়। সেই দুর্ভোগ লাঘবে রাতের বেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
মেয়র আরও বলেন, ‘এখন থেকে প্রতিদিন রাতে পৌর এলাকার প্রতিটি সড়ক পরিষ্কার করা হবে। এতে দিনের বেলায় মানুষ চলাচলে কোনো দুর্ভোগ পোহাতে হবে না। আধুনিক পৌরসভা বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করছি।’
নোমান/এইচ