০২ জুন ২০২৪, রবিবার



নওয়াজউদ্দিনের কাছে ক্ষমা চেয়ে স্ত্রীর পোস্ট!

বিনোদন ডেস্ক || ০৯ মে, ২০২৩, ১১:০৫ এএম
নওয়াজউদ্দিনের কাছে ক্ষমা চেয়ে স্ত্রীর পোস্ট!


বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। গত কয়েক মাস ধরে ব্যক্তিজীবন নিয়ে ছিলেন আলোচনার তুঙ্গে। স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে দাম্পত্য কলহের অভিযোগ-পাল্টা অভিযোগে ছিলেন শিরোনামে। আদালতের দ্বারস্থ হয় দু’পক্ষ। কিন্তু আলিয়ার গলায় এখন উল্টো সুর।  নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নওয়াজ ও তার পরিবারের কাছে খোলা চিঠি লিখে ক্ষমা চাইলেন তিনি।

আলিয়া খোলা চিঠিতে লেখেন, 'হ্যালো নওয়াজ, এই চিঠি তোমার জন্য। আমি অনেক জায়গায় শুনেছি আর পড়েছি যে জীবন মানে এগিয়ে যাওয়া। কয়েক মাস ধরে আমাদের মধ্যে যা কিছু ঘটেছে, আমি সে সব কিছু ভুলে যেতে চাই। আর ঈশ্বরের প্রতি আস্থা রেখে আমি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে আর তোমার সব অন্যায়কে ক্ষমা করে জীবনের দিকে এগিয়ে যেতে চাই। আর আমি জীবনকে সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করব। অতীতের জালে ফেঁসে থাকা, কোনো চক্রব্যূহে থাকার চেয়ে কম কিছু নয়। আর তাই অতীতকে পেছনে ফেলে, এই ভুল দ্বিতীয়বার না করার অঙ্গীকার করছি। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার শপথ নিচ্ছি আমি।”

খোলা চিঠিতে তিনি আরও লিখেন, 'তুমি বাবা হিসেবে অত্যন্ত ভাল। আশা করি, ভবিষ্যতে তুমি তোমার সব কর্তব্য ভালোভাবে পালন করবে। আর তাদের একটা ভালো ও সুন্দর ভবিষ্যৎ দেওয়ার সব রকম প্রয়াস করবে। আমার এই যুদ্ধ শুধু আমার সন্তানদের জন্য ছিল। ওদের মুখে হাসি দেখে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। আর রাগ গলে পানি হয়ে গেছে। আমরা ভাল স্বামী-স্ত্রী হয়ে উঠতে পারিনি, আশা করি আমরা ভাল মা–বাবা হয়ে উঠব। এই জীবনে যা কিছু ঘটেছে, এ কারণে একে অপরকে যেন ক্ষমা করে দিই। জীবনের পথে যেন এগিয়ে যেতে পারি।”

অভিনেতার স্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এমন পোস্ট দেখে খটকা লেগেছে অনেকের। এমনকি অভিনেতার ভাই শামাশ সিদ্দিকি তো লিখেই বসেন, 'তোমার প্রোফাইল কি হ্যাক হয়েছে?'

অন্যদিকে এই পোস্টটি করার পর থেকে আলিয়া সিদ্দিকির অ্যাকাউন্টের হদিস মিলছে না ইনস্টাগ্রামে। আলিয়া নিজে এই খোলা চিঠি লিখেছেন কি না তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন