নারী ফুটবল বিশ্বকাপের নবম আসরে রুদ্ধশ্বাস লড়াই শেষে নাটকীয়ভাবে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায় ম্যাচ। পেনাল্টি শুটআউটে যেন উত্তেজনা-রোমাঞ্চের পুরোটাই লুকিয়ে ছিল। দুই দলের ১০টি শট নেওয়ার পর ৭-৬ ব্যবধানে ফরাসিদের হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে শেষ চারের টিকিট পেয়েছে অজিরা।
শনিবার (১২ আগস্ট) তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফ্রান্স। ফিফা র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ফরাসিরা স্বাভাবিকভাবে ফেভারিট থেকে ম্যাচ শুরু করে। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফ্রান্স।
পুরো ম্যাচ জুড়েই একাধিক সুযোগ কাজা লাগাতে ব্যর্থ হয় ফরাসিরা। স্বাগতিক অস্ট্রেলিয়া ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় লিড নিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র থেকে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানে ৩০ মিনিটেও ম্যাচের ভাগ্য বদলায় নি।
ফলে পেনাল্টি শুটআউটে ভাগ্য নির্ধারণ হয় ম্যাচের। যেখানে দুই দলের ফুটবলার আরো নাটকীয়তা বজায় রাখে। ম্যাচের ফলাফল প্রথম ৫ শটেও নির্ধারণ হয়নি। উত্তেজনা ছাপিয়ে সবশেষ ১০নম্বর শটে গিয়ে অজিদের হয়ে জয় নিশ্চিত করেন কর্টনি ভিনে।
ঢাকা বিজনেস/এমএ/