২৯ জুন ২০২৪, শনিবার



ফুটবল কোচ অজয়!

বিনোদন ডেস্ক || ০১ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
ফুটবল কোচ অজয়!


বলিউড সুপারস্টার অজয় দেবগন। কখনো তেজী পুলিশ অফিসার আবার কখনো একজন  আদর্শ পিতা, সব চরিত্রেই নিজেকে ঢেলে সাজান তিনি। ধারাবাহিকভাবে কাজ করে আসছেন তিনি।  সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা ‘ভোলার’ মুক্তির দিনেই প্রকাশ্যে এলো ‘ময়দান’ নামে তার একটি সিনেমার প্রথম টিজার। 

গত ৩০ মার্চ মুক্তি পায় অমিত শর্মা পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ময়দান’ সিনেমার টিজার। ভারতের ফুটবল খেলার ইতিহাসে রেকর্ড গড়া একজন সত্যিকার নায়ক সৈয়দ আবদুল রহিম। ৬০ বছর পরেও যার অবদান অবাক করে সবাইকে। তার গল্প নিয়েই অজয়ের নতুন এই সিনেমা। গল্পে ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে। 

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় বলেন, ‘এটি একটি ক্রীড়া প্রশিক্ষকের গল্প, খেলাধুলাই যে গল্পের পটভূমি। এটি আমার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।’ এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রিয় মণি, গজরাজ রাওসহ বাঙালি অভিনেতা রুদ্র নীল ঘোষ। সিনেমাটি ২৩ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন