জ্যৈষ্ঠ মাস এলেই প্রকৃতিতে ফলের ভণ্ডার খুলে যায়। আম-কাঁঠাল-লিচুর ম ম করে ঘ্রাণ। এবারের জ্যৈষ্ঠ মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সে শিক্ষার্থী (সেশন ২০২০-২১) শাহরুল ইসলাম তামিম শুরু করেছেন আমের ব্যবসা।
তামিমের বাড়ি মেহেরপুর জেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে। এই জেলায় নানা জাতের আমের বাগান আছে। তামিমদেরও নিজস্ব কিছু আম বাগান আছে। সঙ্গে কয়েকটি বাগান কিনেছেন তিনি। সেখান থেকে আম সারাদেশে সরবরাহ করছেন।
গত ২৩ মে থেকে তিনি ক্যাম্পাসের সামনে স্টল দিয়ে আম বিক্রি শুরু করেন। স্টলটি ক্যাম্পাস সংলগ্ন কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশে। স্টলের নাম- ‘মিজান-তামিম আম স্টোর’। মিজান তার হলের জুনিয়র। তারা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বন্ধুদের সহায়তায় তামিম আম ব্যবসা শুরু করেছেন। হিমসাগর আম পাওয়া যাচ্ছে তার স্টলে। প্রতি কেজি ৭০-৭৫ টাকা। প্রতিদিনই ২০০-২৫০ কেজি আম বিক্রি করছেন তামিম।
তামিম বলেন, ‘আমি অনেক ছোটবেলা থেকেই পারিবারিকভাবে এই আম ব্যবসার সঙ্গে জড়িত । কিন্তু নিজে স্টল দিয়ে কখনো এরকমভাবে ব্যবসা করিনি। এবারই প্রথম স্টল দিয়ে ব্যবসা শুরু করেছি। একজন নবীন উদ্যোক্তা হিসেবে ভালো আছি।’
উল্লেখ্য, ববির এই শিক্ষার্থী সারাদেশে কুরিয়ার যোগে আম সরবরাহ করছেন।
ঢাকা বিজনেস/এইচ