০২ জুন ২০২৪, রবিবার



৯৯৯-এ কল দিয়ে উদ্ধার পেলেন ১৯ জেলে

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ এপ্রিল, ২০২৩, ০৫:০৪ পিএম
৯৯৯-এ কল দিয়ে উদ্ধার পেলেন ১৯ জেলে


বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকায় মাছ ধরার সময়  ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে আটকা পরে ১৯ জেলে। শনিবার (২৯ এপ্রিল) জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে  দুপুরে  গভীর সাগর থেকে তাদেরকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃতদের পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদরদফতরের মিড়িয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান। 

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান আবস্থায় থাকা ট্রলারসহ ১৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। প্রথম দিকে বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকার কথা বলা হলেও শেষে ১৯ জেলেসহ ভাসমান ট্রলারের খোঁজ মেলে সেন্টমার্টিন অঞ্চলের গভীর সাগরে। 

তিনি আরও বলেন, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে জেলেদেরসহ ট্রলারটি হস্তান্তর করা হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে ।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন