২৬ জুন ২০২৪, বুধবার



২০২৪ সালে দাম বাড়তে পারে পাম অয়েলের

ঢাকা বিজনেস ডেস্ক || ২৮ নভেম্বর, ২০২৩, ০৯:১১ পিএম
২০২৪ সালে দাম বাড়তে পারে পাম অয়েলের


আগামী বছর পাম অয়েলের দাম বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক পর্যবেক্ষণ সংস্থা বিজনেস মনিটর ইন্টারন্যাশনাল (বিএমআই) ইন্ডাস্ট্রি রিসার্চ। সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে প্রতি টন পাম অয়েলের গড় দাম ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৫১৫ রিঙ্গিত করা হয়েছে। 

বিএমআই বলছে, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাম অয়েল আবাদের পরিমাণ নিম্নমুখী হয়ে যেতে পারে। বিশেষ করে ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে পাম অয়েলের ফলন কমে আসবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় উৎপাদন ব্যাহত হলেও ২০২৪ সালে পাম অয়েলের বৈশ্বিক সরবরাহ উদ্বৃত্ত থাকবে বলে প্রত্যাশা বিএমআইয়ের। প্রতিষ্ঠানটি বলছে, ২০২২-২৩ বিপণন বছরের মতো ২০২৩-২৪ বিপণন বছরেও পাম অয়েলের বাজারে ১২ লাখ টন উদ্বৃত্ত থাকবে।

বিএমআই জানায়, ভারতের পাম অয়েল আমদানির চাহিদা সাধারণত অভ্যন্তরীণ শীতকালে দুর্বল হয়ে যায়। ভারতের সাম্প্রতিক ভোজ্যতেলের মজুদাগার তৈরির কারণে এ মৌসুমি চাহিদা কমে যেতে পারে। তবু ফেব্রুয়ারিতে চীনের নববর্ষের কেনাকাটা চাহিদা হ্রাসকে কিছুটা প্রশমিত করবে।

বিএমআই বলছে, ২০২৩ সালের শেষ ও ২০২৪ সালের শুরু দিকের কিছুদিন আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী থাকবে। এর কারণ শীর্ষ আমদানিকারক ভারতে শীতকালে পাম অয়েলের চাহিদা কমে আসে। তাছাড়া কয়েক মাস আগে ব্যাপক হারে আমদানি বাড়ানোয় দেশটিতে ভোজ্যতেলের মজুদ বেড়েছে। 

তবে ফেব্রুয়ারিতে বাজার ঘুরতে শুরু করবে। মাসটিতে চীনের নতুন চান্দ্রবর্ষ শুরু হবে। এ উৎসব উপলক্ষে দেশটিতে পাম অয়েলের আমদানি বাড়ার সম্ভাবনা দেখছে বিএমআই।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন