মিয়ানমার থেকে টেকনাফের নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসার সময় শিশুসহ ২১ মিয়ানমার নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। পরে তাদের সবাইকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে নাফনদী সংলগ্ন টেকনাফের বড়ইতলী নামক স্থান থেকে তাদের ফেরত পাঠানো হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, 'সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশে আসার সময় নারী-পুরুষ ও শিশুসহ মিয়ানমারের ২১ জন নাগরিককে বড়ইতলী নামক স্থান থেকে আটক করেন বিজিবির সদস্যরা। এ সময় তারা স্বীকার করে যে, তারা সবাই মিয়ানমার আরাকান রাজ্য মংডু এলাকার বাসিন্দা। তারা দাবি করেন, সবাই সু-চিকিৎসার জন্য বাংলাদেশ আসছিল।’
আটকের পর তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ঢাকা বিজনেস/আনাম/এন