১৭ জুন ২০২৪, সোমবার



১০ গান নিয়ে ঈদে কাজী শুভ

বিনোদন ডেস্ক || ১৩ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
১০ গান নিয়ে ঈদে কাজী শুভ


 জনপ্রিয় সংগীতশিল্পী-সুরকার কাজী শুভ। ক্যারিয়ারের শুরু থেকেই শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় এই ঈদে ১০টি গান নিয়ে হাজির হচ্ছেন শুভ।

নতুন ১০টি গান মধ্যে উল্লেখ্যযোগ্য হলো আর এ আশরাফুলের কথামালায় ও শোভন রয় এর সুর, সংগীতে ‘হইলে বধু মন্দ হবে না’। প্রসেনজিত মন্ডলের কথায় ও শোভন রয় এর সুর, সংগীতের ‘তোমায় ভালোবাসি কন্যা’। দেলওয়ার আরজুদা সরফ’র কথায়, অভি আকাশের সুরে ‘মাটির পরী’ নামের গানটির সঙ্গীতায়োজন করেন রেজওয়ান শেখ। হুমায়ুন কবিরের কথা ও সুরে এবং আহমেদ সজীবের সঙ্গীতায়োজনে ‘পাগল বানাইলি’।

গানগুলো সম্পর্কে কাজী শুভ বলেন, ‘গানগুলোর কথাগুলো শ্রুতিমধুর। এবারের ঈদ আনন্দে গানগুলো বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি, বরাবরের মতো এই গানগুলো দর্শক পছন্দ করবে।’

গানগুলো শিগগিরই শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন চ্যানেলে মুক্তি পাবে।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন