২৬ জুন ২০২৪, বুধবার



মৌসুম শুরুর আগে দুঃসংবাদ পেলো আর্সেনাল

ক্রীড়া ডেস্ক || ০৩ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
মৌসুম শুরুর আগে দুঃসংবাদ পেলো  আর্সেনাল


নতুন মৌসুম শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। ব্রাজিলের তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুসকে পাচ্ছে না তারা। হাঁটুতে অস্ত্রোপচার করানোয় মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ানকে।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানান, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর আগেও একই চোটের কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আবারও হাঁটুতে অস্বস্তি বোধ করায় ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে এই ফরোয়ার্ডকে।

জেসুসের চোট নিয়ে আর্সেনাল কোচ বলেন, ‘দুর্ভাগ্যবশত, জেসুসের ছোট একটা অস্ত্রোপচার হয়েছে। তার হাঁটুতে কিছুটা অস্বস্তি ছিল, কিছুদিন ধরেই সেটা সমস্যা সৃষ্টি করছিল। এটা খুব বড় কিছু নয়, তবে সে সম্ভবত কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে।’

তিনি আরও বলেন, ‘জেসুসকে না পাওয়া আমাদের জন্য বড় ধাক্কা। কারণ, সে তার সেরা ছন্দে ছিল, বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে সে যেভাবে খেলেছে। সে দারুণ একটা অবস্থায় ছিল, কিন্তু এখনই তাকে হারালাম।’ 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন