১৭ জুন ২০২৪, সোমবার



বনরক্ষীর গুলি ছিনতাই: আটক ৩

টাঙ্গাইল সংবাদদাতা || ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:৩১ পিএম
বনরক্ষীর গুলি ছিনতাই: আটক ৩


টাঙ্গাইলের মধুপুরে বনরক্ষীদের কাছ থেকে গুলি ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)-১৪। সোমবার (৩০ জানুয়ারি) জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লি বিদ্যুৎ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে র‌্যাব-১৪-সিপিসি-৩-এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। 

আটকৃ ব্যক্তি হলেন মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের কুরবান আলীর ছেলে শাহাদৎ আলী (৩৫), একই গ্রামের ছোরহাব ভূঁইয়ার ছেলে মালেক (৪২) ও আব্দুল কুদ্দুছের ছেলে  সাইদুল ইসলাম (৩০)। 

কোম্পানি অধিনায়ক বলেন, ‘গত ২৫ জানুয়ারি রাত আড়াইটার দিকে মধুপুর উজেলার দোখলা রেঞ্জের বিট কর্মকর্তা হামিদুল ইসলাম জানতে পারেন, বনের গজারী গাছ কেটে অটোযোগে পাচার করা হচ্ছে। পরে তিনি ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বনের ভুটিয়া এলাকায় কাঠবোঝাই অটোটিকে বাধা দিলে বনদস্যুরা তাদের ওপর হামলা করেন। পরবর্তী সময়ে  বিট কর্মকর্তা হামিদুল ইসলামের কাছে থাকা সরকারি চায়না রাইফেলের গুলিসহ অটো নিয়ে পালিয়ে যান তারা। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।’

রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আরও বলেন, ‘পরবর্তী সময়ে এজাহারভুক্ত ৩ আসামিকে র‌্যাব আটক করে। বাকি আসামিদের আটক করার প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকা বিজনেস/নোমান/এনই/



আরো পড়ুন