১৮ মে ২০২৪, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

স্টাফ রিপোর্টার || ৩০ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে


সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও  (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৮৪ কোটি ১৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বুধবার (২৯ মার্চ) ডিএসইতে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫টির।

সিএসইতেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বহস্পতিবাার সিএসইতে ৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা বিজনেস/টি/এম



আরো পড়ুন