১৮ মে ২০২৪, শনিবার



সরকারের সুষ্ঠু ভোটের আশ্বাসে নির্বাচন করছি: একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ৩০ নভেম্বর, ২০২৩, ০৭:১১ পিএম
সরকারের সুষ্ঠু ভোটের আশ্বাসে নির্বাচন করছি: একরামুজ্জামান


সরকারের বিভিন্ন পর্যায় থেকে সুষ্ঠু ভোটের আশ্বাস পেয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা পদ থেকে বহিস্কার হওয়া সৈয়দ এ. কে. একরামুজ্জামান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি এসব কথা বলেন। 

একরামুজ্জামান বলেন, ‘আমি আমার ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনে এসেছি। আমার বিষয়ে বিএনপি কী বলল- সেটা আমার মন্তব্য করার বিষয় না। আমি সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস পেয়েছি। এরচেয়ে বেশি আশ্বাস আর প্রয়োজন পড়ে না সুষ্ঠু নির্বাচনের জন্য। আমার ওপর জনগণের চাপ ছিল নির্বাচন করার।’

তিনি আরও বলেন, ‘এখন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিচ্ছে। আন্তর্জাতিক মহল থেকেও চাপ আছে সুষ্ঠু নির্বাচনের। তাই আমি জনগণের মতামত নিয়েই নির্বাচনে এসেছি।’

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে গত ২৮ নভেম্বর তাকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি। 

ঢাকা  বিজেনসে/এমএ/



আরো পড়ুন