২৮ জুন ২০২৪, শুক্রবার



রেমিট্যান্স বাড়াতে লন্ডন হাই কমিশনের বিশেষ উদ্যোগ

ঢাকা বিজনেস রিপোর্ট || ২৯ জানুয়ারী, ২০২৩, ০৮:৩১ পিএম
রেমিট্যান্স বাড়াতে লন্ডন হাই কমিশনের বিশেষ উদ্যোগ


যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (২৭ জানুয়ারি)  মিশনের ‘বঙ্গবন্ধু লাউঞ্চে’ যুক্তরাজ্যের মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে ’যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে বৃহত্তর রেমিট্যান্স প্রবাহের সুযোগ’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। তিনি প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ পথে বাংলাদেশে প্রেরণে উৎসাহ প্রদানের জন্য ঘোষিত শতকরা ২ দশমিক ৫ ভাগ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে ব্রিটিশ-বাংলাদেশিদের সবসময় বৈধ পথে নিজ দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। তিনি মানি এক্সচেঞ্জ হাউজগুলোকেও রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা নেওয়ার পরামর্শ দেন।

হাইকমিশনার বলেন, ‘বৈধ্য পথে রেমিট্যান্স প্রেরণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হাই কমিশন এবছর পূর্ব লন্ডনে একটি রেমিট্যান্স ফেয়ার করবে। এছাড়া পূর্ব লন্ডনে হাই কমিশনের কন্সুলার সার্জারি সেবা প্রদানের পাশাপাশি বিশেষ ব্যবস্থায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কীভাবে সহজে ও কম খরচে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো যায়, সে বিষয়ে সবাইকে অবহিত করবেন। কমিউনিটি টেলিভিশন, সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে।’

সভায় মানি এক্সচেঞ্জ হাউজগুলোর প্রতিনিধিরা শতকরা ২ দশমিক ৫ ভাগ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরে এসব সমাধানের জন্য কতিপয় প্রস্তাবনা উত্থাপন করেন।

হাইকমিশনার তাদের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন