১৮ মে ২০২৪, শনিবার



ন্যাটোর সদস্য হলো ফিনল্যান্ড

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ এপ্রিল, ২০২৩, ০৫:০৪ পিএম
ন্যাটোর সদস্য হলো  ফিনল্যান্ড


উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট  (ন্যাটো’-এর ৩১তম সদস্য দেশ হিসেবে নাম লিখিয়েছে ফিনল্যান্ড। মঙ্গলবার (৪ এপ্রিল) ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ন্যাটোতে যোগদানের  স্বাক্ষর সংবলিত নথি  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে হস্তান্তর করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  এখন থেকে ন্যাটোর হেডকোয়ার্টারে  ফিনল্যান্ডের পতাকা ওড়ানো হবে।

ন্যাটোর সদস্য হিসেবে ফিনল্যান্ড যোগ দেওয়ায় এখন সীমান্ত নিয়ে রাশিয়াকে আরও বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছিলেন, ‘ফিনল্যান্ডে কী ঘটছে, তা রাশিয়া  নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান আমাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের লঙ্ঘন।’

প্রসঙ্গত, ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়া ইউক্রেনের রাশিয়া হামলার চালানোর পর সুইডেনেও ন্যাটোতে যোগদানের আবেদন করেছে। 

এর আগে উভয় দেশ জোটনিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল। কিন্তু ইউক্রেন আগ্রাসনের পর তারা ন্যাটোর আর্টিক্যাল ফাইভের সুরক্ষা বেছে নিয়েছে। যেখানে বলা হয়েছে, একজন সদস্যের ওপর হামলা সবার ওপর আক্রমণের সামিল। 

এখন যদি ফিনল্যান্ডের ওপর কেউ হামলা চালায়। তবে দেশটিকে রক্ষায় ন্যাটোর সদস্য রাষ্ট্র হামলা চালাতে পারবে। 

ফিনল্যান্ডের নাগরিকরা বলছেন, ইউক্রেনে রাশিয়া হামলার চালানোর কারণে তাদের ন্যাটোতে যোগদানের মাত্রা ৮০ শতাংশে বাড়িয়ে তোলে। 

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘ফিনল্যান্ড এখন নিরাপদ। এরই মধ্য দিয়ে ন্যাটো আরও শক্তিশালী হল। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন