‘আসুন আবার বই পড়ি, বই পড়া প্রজন্ম গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) টাউন হল মাঠে বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মেলা শেষ হবে ২৮ সেপ্টেম্বর। মেলায় পাওয়া যাচ্ছে ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিমের তিনটি ভ্রমণকাহিনি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাস্তবায়নে মেলায় অংশ নিচ্ছে ১০ সরকারি প্রতিষ্ঠান ও ৫১ বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৬১ স্টল।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। এতে থাকছে কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধাদের গল্প শোনা অনুষ্ঠান।
বিভিন্ন স্টল ঘুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, ‘বই হচ্ছে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক। তাই সংস্কৃতিকে লালন করতে বই পড়ার কোনো বিকল্প নেই। একজন মানুষকে সমৃদ্ধশীল হতে হলে বই পড়তে হবে। কিন্তু বর্তমানে মানুষের বই পড়ার প্রতি আগ্রহ একেবারেই কমে গেছে। নতুন প্রজন্মকে দেশ গঠনে অবদান রাখতে হলে অবশ্যই বেশি বেশি বই পড়তে হবে। এই বইমেলা বই পড়ার আগ্রহ জাগ্রত করবে।’
পাওয়া যাচ্ছে ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিমের ৩ বই
ময়মনসিংহ বিভাগীয় বইমেলায় পাওয়া যাচ্ছে ঢাকা বিজনেস সম্পাদক, লেখক, আবৃত্তিশিল্পী, সাংবাদিক, করপোরেট ব্যক্তিত্ব ও অ্যারিস্টক্র্যাট ইলেক্ট্রনিক কোম্পানি ভিসতার পরিচালক উদয় হাকিমের বই। তাঁর যে-সব বই মেলায় পাওয়া যাচ্ছে, সেগুলো হলো: ‘দার্জিলিঙে বৃষ্টি, কালিম্পঙে রোদ’ ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’ ও ‘রহস্যময় আদম পাহাড়’।
ঢাকা বিজনেস/এমএ/