০২ জুন ২০২৪, রবিবার



অর্থনীতি
প্রিন্ট

কমলো সূচক, লেনদেনে মিশ্রাবস্থা

স্টাফ রিপোর্টার || ০৩ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম
কমলো সূচক, লেনদেনে মিশ্রাবস্থা


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সোমবার (৩ এপ্রিল) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে।  এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ একটি বাদে বাকি ৪ ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসই সূত্র মতে, সোমবার ডিএসইতে ৫৭৫ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার (২ এপ্রিল) ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৩ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক শূন্য ২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২০৭ দশমিক ৭৫ পয়েন্টে এবং ১ হাজার ৩৪৮ দশমিক ৭৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০ কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৪টির। কমেছে ৬৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০৭টির। 

সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৮টি, কমেছে ৩৫টি এবং পরিবর্তন হয়নি ৬১টির।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৬ দশমিক ৯২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ৫৭ পয়েন্ট, সিএসসিএক্স দশমিক ৮৪ পয়েন্ট এবং সিএসআই ২ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৭২ পয়েন্টে, ১০ হাজার ৯৮০ দশমিক ২১ পয়েন্টে এবং ১ হাজার ১৪৯ দশমিক ৩৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬৩ দশমিক ৩৫ পয়েন্ট।

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন