২৬ জুন ২০২৪, বুধবার



এশিয়ান স্কুল দাবায় স্বর্ণ জিতলেন বাংলাদেশের খুশবু

ঢাকা বিজনেস ডেস্ক || ২০ জুলাই, ২০২৩, ১১:০৭ এএম
এশিয়ান স্কুল দাবায় স্বর্ণ জিতলেন বাংলাদেশের খুশবু


এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক অর্জন করেছেন বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু

তিনি কিছুটা অসুস্থতা নিয়ে খেলছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাফল্য ধরা দিয়েছে তাতে। স্ট্যান্ডার্ড দাবায় বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে খুশবু স্বর্ণ পদক জেতেন।

উজবেকিস্তানে বুধবার (১৯ জুলাই) স্ট্যান্ডার্ড দাবা খেলার ৯ম রাউন্ডে ৯ খেলায় সাত পয়েন্ট অর্জন করে কাজাখস্তানের এবিলেকিযি বিবিসারার সঙ্গে টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে প্রথম হয়েছেন খুশবু।

১০টি দেশের ২২ জন খেলোয়াড় এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। এর আগে উজবেকিস্তানে ২০১৮ ও ২০১৯ সালেও খুশবু ২টি আন্তর্জাতিক দাবায় ৩টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়েছিলেন।

প্রসঙ্গত, এ ইভেন্টে ভারত, কাজাখস্তান, রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্থান, শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন