২৬ জুন ২০২৪, বুধবার



পপির অপেক্ষায় নির্মাতা

বিনোদন ডেস্ক || ০১ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
পপির অপেক্ষায় নির্মাতা


বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। অনেক হিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। মান্না, রিয়াজ, অমিত হাসান, শাকিল খানসহ অনেক অভিনেতার বিপরীতে কাজ করেছেন। 

তবে, প্রায় তিন বছর ধরে আড়ালে আছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এর মধ্যে সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। এরপর আবারো গায়েব। নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার, বাবা-মায়ের বাসা-কোথাও নেই তিনি। লোকমুখে প্রচার, পপি বিয়ে করে সংসারি হয়েছেন। সন্তানও জন্ম দিয়েছেন। এ নিয়ে অনেক মুখরোচক খবরও প্রকাশ হয়েছে; কিন্তু তারপরও নিশ্চুপ পপি। 

এদিকে তার অনুপস্থিতিতে কয়েকটি সিনেমার কাজ অসমাপ্ত আছে। সেগুলো নিয়েও কোনো মাথাব্যথা নেই এই নায়িকার। শুধু তাই নয়, তাকে উপলক্ষ্য করে একজন নির্মাতা একটি গল্প লিখেছিলেন। সেই গল্প পপিকে পড়েও শুনিয়েছেন। পপি তাতে অভিনয় করার মৌখিক সম্মতিও দিয়েছিলেন। কিন্তু এরপর আড়ালে চলে যাওয়ার জন্য সেই সিনেমাটি আর করা হয়ে উঠেনি নির্মাতা ও প্রযোজকের। অথচ সিনেমার পোস্ট প্রোডাকশন ও স্ক্রিপ্ট লেখা বাবদ প্রযোজকের বেশ কিছু অর্থ খরচ হয়ে গিয়েছে। পপি নেই সম্মুখে, তবুও তার জন্য অপেক্ষা করছেন সেই পরিচালক ও প্রযোজক। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন