২৬ জুন ২০২৪, বুধবার



প্রকাশ্যে ‘তালি’ সিনেমার টিজার

বিনোদন ডেস্ক || ৩০ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম
প্রকাশ্যে ‘তালি’ সিনেমার টিজার


বলিউড তারকা সুস্মিতা সেন। নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে, ভক্ত-অনুরাগীদের কাছে নতুন রূপে ধরা দিলেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তালি’র টিজার। আরও একবার তার অভিনয় দক্ষতায় মুগ্ধ নেটিজেনরা। তবে এবার নজর কাড়ল তার কণ্ঠস্বরও।

সুস্মিতা সেনকে দেখা যাবে আসন্ন বায়োপিক ঘরানার সিনেমা ‘তালি’তে। যেখানে তিনি রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরী সবন্তের চরিত্রে অভিনয় করছেন। গত বছর এ সিনেমায় তার প্রথম লুক প্রকাশ্যে আসে। রোববার (৩০ জুলাই) এই সিনেমার টিজার প্রকাশ পেতেই উত্তেজনা আলোচনার ঝড় বইছে। 

টিজারের শুরুতেই শোনা যাচ্ছে সুস্মিতা সেনের গলা। নিজের পরিচয় দিতে শোনা গেলো তাকে, সামনে আয়না, ঠিক করছেন শাড়ি। সমাজে তাকে কত নামে মানুষ অভিহিত করেন সেই তথ্যই দিতে শোনা যায় তাকে। ১৫ অগাস্ট থেকে জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে এ সিনেমা। 

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ করে নিজের স্বাস্থ্যের আপডেট দেন অনুরাগীদের। ‘তালি’ ছাড়াও তাকে ডিজনি প্লাস হটস্টারের ‘আরিয়া’র তৃতীয় সিজনেও দেখা যাবে।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন