১৭ জুন ২০২৪, সোমবার



নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার || ১৫ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


রাজধানীর নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন এখনও পুরোপুরি নেভেনি। চারদিক শুধু ধোঁয়া। 

শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার পরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)  ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।’  

ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ, বিজিবি, র‌্যাব সদস্যরা।’

এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে লাগা আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন