০২ জুন ২০২৪, রবিবার



জন্মদিনে সিয়ামকে পরীমনির শুভেচ্ছা

বিনোদন ডেস্ক || ৩০ মার্চ, ২০২৩, ০৮:০৩ এএম
জন্মদিনে সিয়ামকে পরীমনির শুভেচ্ছা


ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে এই অভিনেতা। নিজের অভিনয় দক্ষতায় জয় করেছেন লাখো দর্শকের মন। (বুধবার) ২৯ মার্চ ছিল এই অভিনেতার জন্মদিন।

জীবনের বিশেষ দিনে অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাকে। ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে বাদ রাখছেন না। ব্যস্ততার মাঝেও নানা বার্তায় সিক্ত করছেন হালের ক্রেজ অভিনেতা সিয়ামকে। সেই তালিকায় রয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণিও।

পর্দায় একাধিক সিনেমায় জুটি বেধেছেন তারা। এই কারণে তাদের মধ্যে সম্পর্কটাও ভালো। তাই প্রিয় সহকর্মী সিয়ামের জন্মদিনে স্মৃতিচারণ করলেন পরী। ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতার সঙ্গে তোলা পুরনো একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিটি তাদের জুটি হয়ে অভিনীত প্রথম সিনেমার মিটিংয়ে তোলা। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা।

সিয়ামকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় সিয়াম আহমেদ। কতো বড় হয়ে গেছি আমরা দেখ।’

প্রসঙ্গত, সিয়াম-পরীমণি জুটি অভিনীত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এরপর তাদের একসঙ্গে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় দেখা যায়। দুটি সিনেমাতেই দারুণ প্রশংসিত হয়েছেন তারা।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন