বগুড়া লেখক চক্র ও বগুড়া লেখক চক্র পাঠাগারের আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বগুড়ার ম্যাক্স মোটেলে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে আম, কাঁঠাল, লিচু, জাম, খেজুর, জামরুল, লিচু আনারস, লটকন, বাঙ্গী, তালখুর, ডেওয়াসহ ১৫ রকমের দেশীয় ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি প্রাবন্ধিক ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা শোয়েব শাহরিয়ার। এসময় আরও উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক ও সরকারী আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল খৈয়াম কাদের, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী ও সংস্কৃতজন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
কবি নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, দৈনিক ইত্তেফাক বগুড়া অফিস প্রধান মিলন রহমান, দৈনিক সমকাল বগুড়া অফিসের ব্যুরো চীফ এস এম কাওছার, এখন টিভির বগুড়া ব্যুরো চীফ মাজেদ রহমান, যমুনা টিভি, বগুড়ার ব্যুরো চীফ কবি মেহেরুল সুজন, সম্মিলিত সাংস্কৃতি জোটের সহ-সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক লালু, কবি মাহমু হোসেন পিন্টু ও কবি শিবলী মোকতাদির।
ঢাকা বিজনেস/এমএ/