১৯ মে ২০২৪, রবিবার



মেসিদের বিপক্ষে একাদশে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক || ১৮ ডিসেম্বর, ২০২২, ০৮:৪২ পিএম
মেসিদের বিপক্ষে একাদশে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ফ্রান্স


অপেক্ষার প্রহর প্রায় শেষ। এবার কাপ উঁচিয়ে ধরার পালা। বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স ও তার আগের ২০১৪ বিশ্বকাপের রানারআপ দল আর্জেন্টিনা। তাই এই ম্যাচকে ঘিরে ইউরোপ ও লাতিন আমেরিকার সমর্থনে গোটা দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।

ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে যে দল জয়লাভ করবে তাদের ঘরে বিশ্বকাপের তৃতীয় শিরোপা উঠবে। তবে লড়াইয়ের আগে সমর্থকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নানা পরিসংখ্যান।

ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। গত ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইউরোপিয়ান জায়ান্টরা। এবার কাতার বিশ্বকাপেও শিরোপার লড়াইয়ের শেষ ম্যাচে মাঠে নামছে দিদিয়ের দেশমের দল। টানা দুইবারের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ফাইনালে এবার তাদের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। 

মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি আদ্রিয়ের র‌্যাবিও এবং দায়ত উপামেচানো। এই দুই ফুটবল তারকাকে নিয়েই ফাইনালের একাদশ ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এই দুই তারকা ফুটবলার একাদশে ফেরায় কাঙ্খিত একাদশ নিয়েই মাঠে নামছে ফ্রান্স।

ফ্রান্স দলে আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে থাকছেন অলিভিয়ের জেরার্ড ও উসমান ডেম্বেলে। মাঝমাঠের মূল দায়িত্বে থাকছেন আন্তোনিও গ্রিজম্যান। তার সঙ্গী হিসেবে থাকছেন অরিলিয়েন টিচুয়ামেনি ও আদ্রিয়েন র‌্যাবিও। রক্ষণে হুলেস কৌন্দে, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ। আর গোলবারের নিচে থাকছেন অধিনায়ক হুগো লরিস।

ফ্রান্সের শুরুর একাদশ 

হুগো লরিস, হুলেস কৌন্দে, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আন্তোনিও গ্রিজম্যান, অরিলিয়েন টিচুয়ামেনি, আদ্রিয়েন র‌্যাবিও, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু এবং কিলিয়ান এমবাপে।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন