১৯ মে ২০২৪, রবিবার



১৫৭ রানের লক্ষ্য পূরণে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ০৯ মার্চ, ২০২৩, ০৯:৩৩ পিএম
১৫৭ রানের লক্ষ্য পূরণে ব্যাটিংয়ে বাংলাদেশ


ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হয়। ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব। ব্যাট করতে নেমে সব ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ১৫৬ রান। জিততে হলে বাংলাদেশকে নিতে হবে ১৫৭ রান। জবাবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

ইনিংসে টাইগারদের হয়ে ওপেনিং জুটিতে নেমেছেন লিটন দাস ও রনি তালুকদার। 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছে সাকিবের দল। অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আর ৮ বছর পর দলে ফেরা রনি একাদশেও জায়গা করে নিয়েছেন। প্রায় দেড় বছর পর খেলছেন শামীম পাটোয়ারী। 

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড ও ক্রিস জর্ডান।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন