২৬ জুন ২০২৪, বুধবার



বাংলাদেশের বোলারদের নিয়ে ইংল্যান্ডের ছেলেখেলা

স্পোর্টস ডেস্ক || ১০ অক্টোবর, ২০২৩, ১২:১০ পিএম
বাংলাদেশের বোলারদের নিয়ে ইংল্যান্ডের ছেলেখেলা


বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলছে ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে  টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। কিন্তু ফেস বোলার কিম্বা স্পিনার; কেউই সুবিধে করতে পারছে না। ব্যাটগুলো তলোয়ারের মতো চালাচ্ছে ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশ তাকিয়ে আছে উইকেটের দিকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজ ৪ ওভারে দিয়েছেন ২৮ রান। তাসকিন ২ ওভারে ৯ রান। শরিফুল ২ ওভারে ১২ রান। সাকিব ৩ ওভারে দিয়েছেন ১৫; মিরাজ ২ ওভারেই দিয়েছেন ওই পরিমান রান। তবে মেহেদী হাসানকে মনে হচ্ছে একেবারেই অসহায়। ২ ওভারে দিয়েছেন ১৯ রান।

১৫ ওভার শেষে ইংল্যান্ড করেছে বিনা উইকেটে ৯৮ রান। উদ্বোধনী ব্যাটার ডেভিড মালান ৩৯ বলে ৫০ করেন। এখন তিনি অপরাজিত আছেন। অফর ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ৪৯ বলে করেছেন ৪৭ রান।  শেষ পর্যন্ত ইংল্যান্ড কত রানে থামে সেটাই দেখার বিষয়।

ঢাকা বিজনেস/ইউ/এনই



আরো পড়ুন