০২ জুন ২০২৪, রবিবার



সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

বাগেরহাট প্রতিনিধি || ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৩২ পিএম
সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ৪


সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে আগ্নেয়াস্ত্রসহ চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা ও মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বেলা তিনটার দিকে পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান।

এসপি জানান, অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শ্যুটার, একটি একনালা বন্দুক, রামদা, লোহার হাতুড়ি, সাতটি সিসার কার্তুজ, টেপ ও গামছা জব্দ করা হয়েছে। 

আটক চার ব্যক্তি হলেন মো. ফজলু শেখ (৪২), মজনু শেখ (৩০), শাহাদাৎ মোড়ল (৪০) ও ফয়সাল শেখ (৩২)। তাদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি সুরেশ চন্দ্র হালদার ও মোংলা থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের শ্যালা নদীতে অভিযান চালানো হয়। এ সময় শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে কাঠের নৌকা ও অস্ত্রসহ চার দস্যুকে আটক করা হয়েছে।  

ঢাকা বিজনেস/বাপ্পা/এনই/



আরো পড়ুন