০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



সেন্টমার্টিনে ৬-৮ জানুয়ারি বন্ধ থাকবে জাহাজ চলাচল

কক্সবাজার করেসপন্ডেন্ট || ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:৪২ পিএম
সেন্টমার্টিনে ৬-৮ জানুয়ারি বন্ধ থাকবে জাহাজ চলাচল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে থাকা সব হোটেল-মোটেল ও গেস্ট হাউস। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

ইয়ামিন হোসেন  বলেন, আগামী ৬,৭ এবং ৮ জানুয়ারী টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেই সাথে কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজ ও আবাসিক হোটেল বন্ধ থাকবে। এই সময়ে কোন বহিরাগত বা পর্যটক রুম নিয়ে হোটেলে অবস্থান করতে পারবেনা। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন