১৯ মে ২০২৪, রবিবার



রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেলো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || ২৭ অক্টোবর, ২০২৩, ০৯:১০ পিএম
রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেলো দক্ষিণ আফ্রিকা


বিশ্বকাপে  টানা চতুর্থ হারের স্বাদ  পেলো পাকিস্তানকে। সেমিফালনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে হেরেছে পাকিস্তান।এই হারে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অনেকটাই ছিটকে গেছে মেন ইন গ্রিনরা।  তবে জয়টি সহজে ধরা দেয়নি প্রোটিয়াদের হাতে। 
শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজম ও শাদাব খানের হাফসেঞ্চুরিতে ২৭০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে এইডেন মার্করামে ৯১ রানে ভর করে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১৬ বল ও ১ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকার হয়ে রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন কুইন্টন ডি কক। তবে ইনিংসের চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে আউট হন তিনি। এর আগে মাত্র ১৪ বলে খেলেন ২৪ রানের বিধ্বংসী ইনিংস।

ডি ককের বিদায়ের পর দলকে ভালোভাবে এগিয়ে নিচ্ছিলেন রাসি ফন ডার ডুসেন ও টেম্বা বাভুমা। দশম ওভারে এসে আউট হন বাভুমা। মোহাম্মদ ওয়াসিমের বলে ২৮ রানে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় উইকেট জুটিতেও ভালোভাবে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে সেখানে বাধা দেন উসামা মির। ২১ রানে ফেরেন ডুসেন। 
এর পর উইকেটে স্থায়ী হতে পারেননি হেনরিখ ক্লাসেন। ফেরেন ১২ রান করে। হেনরিখ আউটে ৪ উইকেট হারিয়ে চাপে পরে  দক্ষিণ আফ্রিকা। তবে এইডেন মার্করাম রান রেট ঠিক রেখে খেলছিলেন। ৫০ বলে অর্ধশতক পূরণ করেন তিনি।

অন্যপ্রান্তে ডেভিড মিলারও ভালোভাবে এগোচ্ছিলেন। তবে ২৯ রানে আউট হন তিনি। মার্কো জানসেন ২০ রানে ফিরলে আবারও চাপ বাড়ে দক্ষিণ আফ্রিকার। একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিতে থাকা মার্করাম অবশ্য শক্ত হাতে দলকে জয়ের পথে নিচ্ছিলেন। একইসঙ্গে ছিলেন সেঞ্চুরির পথে।

শেষদিকে উসামা মিরের আঘাতে হার মানেন মার্করাম। ব্যক্তিগত ৯১ রানে যখন মার্করাম আউট হন, জয় থেকে তখনও ২১ রান দূরে দক্ষিণ আফ্রিকা। রান যোগ করার আগেই শাহিনের বলে কোয়েৎজে ফিরলে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। হারিস রউফের বলে নবম উইকেট হিসেবে ফেরেন লুঙ্গি এনগিডি।

শেষ উইকেটে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১১ রান। কেশভ মহারাজ ও লুঙ্গি তাবরাইজ শামসির ব্যটে শ্বাসরুদ্ধকর জয়  দিয়ে মাঠ ছাড়লো দক্ষিণ আফ্রিকা।
ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন